মাহামুদ হাসান বাউফল।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যেই বাউফল এর প্রধান শহরগুলোতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন সহ চারপাশ এলাকা আলোক শয্যায় সজ্জিত। উদযাপন কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন ১৭ই মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রায় ২৫ হাজার জনগণের উপস্থিতিতে আনন্দ র্যালী ও জনসমাবেশ অনুষ্ঠিত হইবে।র্যালী দলীয় কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বাউফল হাইস্কুল মাঠে শেষ হবে এবং হাইস্কুল মাঠে জন সমাবেশ হবে। আনন্দ র্যালি ও জন সমাবেশে নেতৃত্ব দিবেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি।১৭ মার্চ বিকাল ৪ ঘটিকায় দলীয় কার্যালয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠান কর্মসূচি যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রাংকন,আবৃতি,গান, বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি।
