বাউফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ ও সেলাই মেশিন বিতরণ
মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়েছে।
সোমবার ৮ ই (আগস্ট) বেলা ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ।
অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ১০ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।