মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ)র আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জেলাব্যবস্থাপক মোসাঃ মলি বেগমের সঞ্চালনায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী, উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মোঃ হানিফ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, উপজেলা তথ্য অফিসার শিল্পী রানী, বাউফল থানার এসআই আশিকুর রহমান, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মস্তফা,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাউফল উপজেলার অফিসার নাছিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোঃ তুহিন সহ ধর্মীয় নেতা, নিকাহ রেজিষ্টার,যুব প্রতিনিধ সাংবাদিক ব্যক্তিত্বসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।