বাউফলে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৫৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ৮২৫ বার পড়া হয়েছে
মাহমুদ হাসান বাউফলঃসারাদেশে বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (৩০ জুলাই) বিকাল ৬ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাউফল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ভবন সম্মুখ মাঠে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন খান। আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল আলম মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিটন প্রমুখ।