মোঃ নুরুজ্জামান মৃধা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জিয়াউল হক জুয়েল। বৃহস্পতিবার বাউফল পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।
জেলা রির্টানিং অফিসার খান আবি শাহানুর খান জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। এই সময়ের মধ্যে মেয়র পদে কেবল মো. জিয়াউল হকের মনোনয়নপত্র জমা পড়েছে। অন্য আর কেউ মনোনয়ন পত্র নিতে আসেননি।
যেহেতু নির্দিষ্ট সময়ে মেয়র পদে শুধুমাত্র একজনেরই মনোনয়ন পত্র জমা পড়েছে তাই ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন বেসরকারী ভাবে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তির নাম বেসরকারী ভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ, এর আগে ২২ মে ২০১২ সালে বাউফল পৌরসভার নির্বাচনে মো. জিয়াউল হক জুয়েল প্রথম মেয়র নির্বাচিত হন