বাউফলে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রসহ এক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি আনিচ আটক
- আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৪৩৭ বার পড়া হয়েছে
বাউফলে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রসহ এক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি আনিচ আটক
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও পাইপগান, পিস্তলসহ এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত সহকারি মোঃ আনিচুর রহমান তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার কেশবপুর ডিগ্রী কলেজের কক্ষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আনিচুর রহমান কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত মোঃ মোয়াজ্জেম তালুকদারের ছেলে। এবং ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ উদ্দিন পিকুর একান্ত সহকারি ছিলেন।
থানা পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল সার্কেলের এসপি সাহেদ আহমেদ চৌধুরী ও ওসি এটিএম আরিচুল হকের নেতৃত্বে উপজেলার কেশবপুর ডিগ্রী কলেজের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কেশবপুর উইনিয়নের চেয়ারম্যান মোঃ সালেহ উদ্দিন পিকু’র ব্যক্তিগত সহকারি মোঃ আনিচুর রহমান তালুকদারকে বিপুলসংখ্যক বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র, পাইপগান ও পিস্তলসহ আটক করা হয়।
এ বিষয়ে কেশবপুর ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান মোঃ সালেহ উদ্দিন পিকু’র বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা খতিয়ে দেখা হচ্ছে।