বাউফলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায়

উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ডা. এস এম সায়েমের
সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
আবদুল মোতালেব হাওলাদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ইউএনও আল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ,
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গন , স্বাস্থ্য
সহকারী, পরিবার কল্যান সহকারী ও কমিউনিটি হেলথ প্রোভাইডারগন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা
জানান, ১৯৮৮ সাল থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চালু হয়ে
কিছুদিন পর বন্ধ হয়ে যায়। পূনরায় ২০১০ সাল থেকে প্রতিবছর দুইবার
করে এ কর্মসূচির কার্যক্রম অব্যাহত আছে। আগামী ৪ঠা জুন থেকে
৭জুন অর্থাৎ চার দিন ব্যাপী ভিটামিন ক্যাম্পেইন চালু হবে। ৬ মাস
থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ৮শত ৪৪ জন ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত
৪৫ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা আছে। ৩৬১
টিকাদান কেন্দ্রে একযোগে ৬১ জন স্বাস্থ্য সহকারী, ৪৪ জন পরিবার
কল্যান সহকারী, ৪৩ জন কমিউনিটি হেলথ প্রোভাইডার ও ৭৭২ জন
ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন।

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
০১৭১৩৯৩২১১০
২৫-০৫-২২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান