বাউফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেটঃ ০৩:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / 300
বাউফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত।
মাহমুদ হাসান বাউফলঃপটুয়াখালীর বাউফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৭অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ,বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক,কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, আদাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম হাওলাদার, প্রেসক্লাব বাউফল এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন সভার শেষে দুপুর ১২:০০ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়, সভায় বাউফলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন যথাযথ কর্তৃপক্ষ।