বাউফলে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
পটুয়াখালী বাউফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। সিনিয়র সাংবাদিক এবং প্রেসক্লাব বাউফল এর একাদিক সাংবাদিক এর ফেসবুক প্রোফাইলে অসহায় হতদরিদ্র লাল মিয়া হাওলাদার এর পরিবারের তীব্র শীতে অসহনীয় জীবনযাপন এবং তার পাতার ঘরের একখানা ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ হওয়ার পরে বিভিন্ন জাতীয় পত্রিকায় খবরটি ছাপানো হয়। এরই ফলশ্রুতিতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন নিজে স্ব-প্রণোদিত হয়ে সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরজমিনে বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা অসহায় দরিদ্র লাল মিয়া হাওলাদারের বাড়িতে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন নিজের চোখে সবকিছু দেখে দরিদ্র লাল মিয়াকে কম্বলসহ তার নিজের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করেন। লাল মিয়াকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা সহ ঘর তৈরি করার জন্য আরও আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মানবিক কর্মকান্ডে এলাকার গরীব দুঃখী মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন এর আগেও শত্য প্রবাহ ও তীব্র শীতে মানবতার দৃষ্টান্ত স্বরূপ বাউফল পৌরসভার বিভিন্ন সড়কে অসহায়, দুঃস্থ কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
মোঃ নুরুজ্জামান মৃধা, সম্পাদক ও প্রকাশক,বাংলার শিরোনাম।