বাউফলে মুগডাল তুলতে শ্রমিক সংকট,এমতাবস্থায় যদি পাশে দাড়াতেন ছাত্রলীগ নেতারা
পটুয়াখালীর বাউফল আদাবাড়ীয়া মুগডাল তোলা নিয়ে শ্রমিকের সংকট এবং বিপাকে কৃষক। এমন পরিস্থিতিতে সকালে ও বিকেলে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মিলঘর বাজার এলাকায় ছাত্র লীগের নেতারা কৃষকের পাশে থেকে এবং নিজের ও কৃষকদের প্রায় ২০/৩০ শতাংশ জমির মুগ ডাল তুলে দিয়েছেন।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ও উপকারভোগী এক কৃষক বলেন, শ্রমিক সংকটের কারণে আমার জমির মুগডাল তুলতে পারছিলাম না। খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমার জমির মুগডাল তুলে বাড়ি পৌঁছে দেওয়ায় আমি ব্যাপক উপকৃত হয়েছি।
আরেকজন উপকারভোগী কৃষক বলেন,যদি আদাবাড়ীয়া ইউনিয়নের ছাত্র লীগের নেতারা আমার জমির ডাল পেকে ঝরে যাচ্ছে। আমার কোন লোকজন নাই। ছাত্রলীগের ছোট ভাইয়েরা আমার জমির ডাল তুলে দিত তাহলে আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতাম । তাহলে ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব।
বাংলাদেশের অর্থনীতি বেগবান করতে বিভিন্ন উপজেলায় কৃষকদের পাশে দাড়াতে পেরে আনন্দ প্রকাশ করে ছাত্রলীগের এক নেতারা, তার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ভাইদের পোস্টের মাধ্যমে জানতে পারি যে, বাউফল সহ বিভিন্ন উপজেলায় ও বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মুগডাল ঘরে তুলতে শ্রমিকের সংকট। তাই কৃষক বাচঁলে বাচঁবে দেশ এই স্লোগানকে সামনে রেখে প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করি।
এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সোনালী অতীতের কথা উল্লখ করে শাখা ছাত্রলীগের এক সভাপতি আমাদের কে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে ছাত্রলীগ অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও কৃষক তথা সাধারণ মানুষের পাশে থাকবে বলে আমার বিশ্বাস।