বাউফলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২১৭টি ঘর প্রদান কার্যক্রমের (ভার্চুয়াল)শুভ উদ্বোধন
- আপডেটঃ ১২:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / 473
বাউফলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২১৭টি ঘর প্রদান কার্যক্রমের (ভার্চুয়াল)শুভ উদ্বোধন।
মাহামুদ হাসান বাউফল।
মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে, বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ( ভার্চুয়াল) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী । এসময় আশ্রয়নের ঘর বিতরণের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমুখ।
উল্লেখ্য মুজিব বর্ষ উপলক্ষে বাউফলে ২১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।