মাহামুদ হাসান রুবেলঃ বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মোঃ জালাল গাজী ওরফে পলাশ ও একই উপজেলার সুর্যমনী ইউনিয়নের ১০ বছর সাজাপ্রাপ্ত আসামী আবুল বসারকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
বাউফল থানা সূত্রে জানা যায় যে ২৭/১২/২২ খ্রিস্টাব্দ তারিখ বাউফল থানার ওসি আল মামুনের নির্দেশনায় ওসি তদন্ত মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই মনির হোসেন, এএসআই মোঃ পারভেজ আনোয়ার, এএসআই মোঃ মহিউদ্দিন, সঙ্গীয় ফোর্স সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজা প্রাপ্ত আসামি গ্রেফতারের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। কুড়িগ্রাম জেলাধীন ভুরুঙ্গামারী থানার মামলা নং ১০. তারিখ ১৫/০১/১৪ খ্রিষ্টাব্দ, জিআর ১০/১৪ ধারা ৩০২/৩৪ দন্দবিধ আইন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ জালাল গাজী ওরফে মোঃ পলাশ গাজী, পিতা মৃত চান্দু গাজী, গ্রাম নিমদি, ০৩নং ওয়ার্ড,০৯নং নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়ন, থানা বাউফল জেলা পটুয়াখালী।
মতলব থানার মামলা নং ০৪/১৪ জিআর ৬৮/১৪ তারিখ ১৯/০৭/১৪ খ্রিষ্টাব্দ, ধারা ৩৯৪ দন্ডবিধি আইন, ১০বছর ০৬ মাস সাজাপ্রাপ্ত আসামী আবুল বাশার, পিতা আব্দুল বারেক মীর, গ্রাম সূর্য মনি, থানা বাউফল জেলা পটুয়াখালী দ্বয় কে অদ্য ২৮/১২/২২ খ্রিষ্টাব্দ রাত্র ০০.১৫ ঘটিকার সময় ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে বাউফল থানায় নিয়ে আসেন।উক্ত আসামি দ্বয় বর্তমানে বাউফল থানা হেফাজতে আছেন।
এবিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন বলেন মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে খুব শিঘ্রই তাদের কে আদালতে প্রেরণ করা হবে।