বাউফলে শঙ্কার ভোট শান্তিতে শেষ, বিপুল ভোটে নৌকা বিজয়ী

বাউফলে শঙ্কার ভোট শান্তিতে শেষ, বিপুল ভোটে নৌকা বিজয়.

এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ও সূর্যমণি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শঙ্কার ভোট থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। এতে নৌকা মার্কার দুই প্রার্থী বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন।

তফসিল ঘোষনার পর থেকে নওমালা ইউনিয়নে নৌকা ও বিদ্রোহী (ঘোড়া) প্রার্থীর সমর্থকদের সাথে ব্যাপক সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটলেও ভোটের দিন পরিস্থিতি ছিল স্বাভাবিক। নির্বিঘ্নে জনসাধারন ভোটারেরা ভোট প্রদান করেন। ভোটে বড় ধরনের কোন বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ তথ্য মতে নওমালা ইউনিয়নে ১৬৭০১ ও সূর্যমণি ইউনিয়নে ১৮৭৭২ ভোটের মধ্যে প্রায় ৭০শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এতে নওমালা ইউনিয়নে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহণ হয়েছে।

সাধারন ভোটাদের সাথে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ হয়েছে। নওমালাতে ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে নারী পুরুষ সমান সংখ্যক উপস্থিতি চোখে পড়ে। নতুন ভোটারদের সংখ্যাও ছিল ব্যাপক।

নওমালা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস বলেন, খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিয়েছে। নৌকা ১৯৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।

সূর্যমণি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু জানান, সূর্যমনিতেও খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিয়েছে। এখানেও নৌকা বিজয়ী হয়েছে।

দুই ইউনিয়নেই নৌকা ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, কোন রকম অপ্রতিকার ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দর সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান