বাউফলে শশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা,মোঃ নুরুজ্জামান মৃধা,পটুয়াখালীর বাউফলে মোঃ অলিউল্লাহ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ তার শশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল‌ নয়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি আঃ আলী মোল্লা বাড়ি এ ঘটনা ঘটে।

মৃত অলিউল্লাহ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের মেছের ও গোঞ্জর আলী হাওলাদার বাড়ির মোঃ কালাম হাওলাদারের ছেলে। মৃতের তামিম নামের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মৃত অলিউল্লাহর চাচা আনোয়ার হাওলাদার বলেন, অলিউল্লাহ বিএ পাশ করে একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো, কিছু দিন আগে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে দিনমজুরের কাজ করতো।

এরপর কাজের সন্ধানে মা বাবার সাথে চলে যান ঢকায়। ঈদের আগের দিন শশুরবাড়ি বেড়াতে যান অলিউল্লাহ। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মেয়ের স্বজনেরা আমাদের মোবাইল ফোনে বিষয়টি জানান এবং সাথে সাথে আমরা অলিউল্লাহর শশুরবাড়ি গিয়ে গামছা দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই, তারা এসে অলিউল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে মৃত অলিউল্লাহর স্ত্রী রাবেয়া বেগম (২৬) আজ্ঞান থাকায় এ বিষয়ে কিছুই জানা যায় নি। তবে অলিউল্লাহর শশুর ইসমাইল মোল্লা ও শাশুরি শাহিদা বেগম বলেন, আমরা জামাইসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এর পর কি হয়েছে আমরা কিছুই জানিনা। সকালে ঘুম থেকে উঠে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

এবিষয়ে মৃত অলিউল্লাহর মা বাবা বর্তমানে ঢাকায় আছেন, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এব্যাপারে অনুসন্ধানী রিপোর্টার শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান