বাউফলে সহীদ সেলিম- দেলোয়ার দিবস পালন

মাহমুদ হাসান, বাউফল প্রতিনিধিঃগণতন্ত্রের মুক্তির আন্দোলনে ১৯৮৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনরত অবস্থায়, ট্রাকের চাপায় শহীদ হন শহীদ ইব্রাহিম সেলিম ও দেলোয়ার হোসেন। এ উপলক্ষে শহীদ ইব্রাহিম সেলিমের জন্মস্থান পটুয়াখালীর বাউফলে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বাউফল উপজেলার নাজিরপুরে শহীদ ইব্রাহিম সেলিম স্মৃতি দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠান প্রধান মাওলানা আবু জাফরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন খান সহীদ সেলিম দেলোয়ারের স্মৃতিবিজারিত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন, বিশেষ অতিথি শহীদ ইব্রাহিম সেলিমের সহোদর পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ফারুক তার বক্তব্যে ভাই হারানোর বেদনা ফুটে উঠে, তিনি বলেন গণতন্ত্র মুক্তির জন্য আমার ভাই শহীদ হয়েছে, আমি গর্বিত, সারা বাংলাদেশে এ দিবসটি পালন হয়, জননেত্রী শেখ হাসিনা আমার ভাইয়ের নামে একটি মাদ্রাসা দিয়েছেন, আমার মায়ের কথা তিনি রেখেছেন,আমরা কৃতজ্ঞ । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাউফল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শহীদ ইব্রাহিম সেলিম স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান