বাউফলে স্কুলছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে পরে রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সোমবার সকালে মোসাঃ মিম (১৭) নামে এক তরুনীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

একটি সূত্র জানায়, মীমের পরিবারের সদস্যরা তাঁর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে পোকা মাকড়ের হাত থেকে চাল সংরক্ষনের জন্য ব্যবহৃত এবিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এতে করেই মৃত্যু ঘটে তাঁর।
অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন মীমের পরিবারের সদস্যরা। তাদের দাবী, সোমবার সকালে মীম হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষনা করেন।
চিকিৎসক মিরাজুল ইসলাম পূর্বপশ্চিম বিডিকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মীম, প্রাথমিকভাবে ধারনা করছি বিষক্রিয়ার কারনে তাঁর মৃত্যু ঘটেছে, পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
উপজেলার দাশপাড়া ইউনিয়নের আবদুল মালেকের মেয়ে মীম কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান