বাউফলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ আহত ৬

মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় ৫ জন স্কুল ছাত্রী আহত হয়েছেন । আজ দুপুর ২টার লোহালিয়া ও কালাইয়া মহাসড়কে নওমালা ইউনিয়নের নগরের হাটের পশ্চিম পাশে সাংবাদিক শফিকুল ইসলামের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ ছাত্রী ও অটোবাইক চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জুই(১৩) বটকাজল গ্রামের বশির মৃধার মেয়ে, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাইসা (১২), বটকাজল গ্রামের অটোবাইক চালক জামাল হাওলাদার সহ ৬জন।

এদের মধ্যে আহত সকলকে নগর হাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম থেকে একটি এল জি ই ডি মাইক্রো( নং বরিশাল মেট্রো- ড-১১-০০০৮) অপর একটি গাড়ীকে ওভারটেক করার সময় বিপরীত পূর্ব দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি অটো বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী বহনকারী অটো বাইকটি ও মাইক্রোটি দুমড়ে মুচরে যায়।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন ঘটনাস্থলে এস আই রুহুল আমিন সহ ফোর্স পাঠিয়েছি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান