বাউফলে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৬১৪ বার পড়া হয়েছে
বাউফলে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠি।
মাহামুদ হাসান বাউফলঃ২৭ বছর ধরে দেশব্যাপী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় রবিবার(৫ নভেম্বর) সকালে বাউফল উপজেলা জামে মসজিদে ২৭তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেন বাউফল উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর বাউফল শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন । ফাউন্ডেশনটির সহ-সভাপতি বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আনিসুর রহমান কতৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মূলত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজদের কল্যাণে একটি কুরআনি সংগঠন। এ সংগঠনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাসহ আরও কয়েকটি কার্যক্রম হলো-উচ্চতর হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স, হিফজ শিক্ষাবোর্ড, আদর্শ হিফজ মাদ্রাসা পরিচালনা।