বাউফলে ১৭ মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এর উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ মার্চ ২০২৩) বুধবার বেলা ১১টা দিকে উপজেলা চেয়ারম্যান এর সরকারি বাস ভবনে আগামী ১৭ ই মার্চ জাতির জনকের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন , দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর বর, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশার, কালাইয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুর হোসেন, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল আকন, সূর্যমনি ইউনিয়নের যুবলীগের সাবেক সাবেক সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস, কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আবদুস সত্তার মৃধা, বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন (কালা), ধুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান হাওলাদার, ধুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম টিপু, সূর্য মনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগে নেতা মোঃ আবুল কালাম হাওলাদার, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম শাহীন, বাউফল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব ,লিংকন মাহমুদ সাবেক যুগ্ম আহবায়ক পৌর ছাত্রলীগ , মধুপুর ইউনিয় ১নং ওয়ার্ড সাবেক সভাপতি নুরুল হক হাওলাদার ।

সভায় গৃহীত সিদ্ধান্ত করা হয় (১৭ মার্চ) সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯,৩০ মিনিটে কেক কাটা ও মিস্টি বিতরণ। সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মাঠে সমাবেশ ও বর্ণাঢ্য রেলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান