মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ঐতিহ্যবাহী নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ শে মার্চ ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিন ব্যপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উইং কমান্ডার খ ম মশিউর রহমান লাবলু , প্রধান শিক্ষক নাসির উদ্দীন সবুজ খান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দীন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপা বিশ্বাস সহ অনেকে।
এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
আরো উপস্থিত ছিলেন সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ আগত সুতি বৃন্দ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি খ ম মশিউর রহমান লাবলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারি শিক্ষক রাসেল হোসেন । শেষে বিজয়ীদের প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।