এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের এক গ্রামে বুধবার (২৮ অক্টোবর ) সন্ধ্যার দিকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষণকারীর নাম মিরাজ খান (১৫)। তার বাবার নাম দুলাল খান।
ভিকটিমের মা জানান, মিরাজ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। সন্ধ্যায় সে আমার মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকা দেয়। এরপর ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার করলে মিরাজ তাকে মারধর করে।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি জানিয়েছেন।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন প্রতিবেদককে জানান, এব্যাপারে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ভিকটিমকে ডিএনএন চেষ্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।