বাউফল উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মোশারেফ হোসেন খান
- আপডেট সময় : ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
বাউফল উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মোশারেফ হোসেন খান
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন খান । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ আানিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম বিজয়ী হয়েছেন ।
মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির গাজী ।
বাউফল উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মোশারেফ হোসেন খান
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনারস প্রতীকে ৪২ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোশারেফ হোসেন খান ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতালেব হাওলাদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১০১ ভোট।
এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী দশম জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি’র এপি এস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫০৫ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম নিশু হাস প্রতীকে ৫০ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেেন।
আভিন্দন