পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নয়ার হাট এলাকায় মতবিনিময় সভা ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নওমালা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো. হাসান রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মো. আবু তাহের খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইউসুফ,দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের সদস্য মীর মো. মশিউর রহমান, বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান হাসান, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. রেজাউল করিম, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইউসুফ রানা, নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম খান, নওমালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সঈদ প্রমুখ।
মেয়র জিয়াউল হক ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইতিহাস ও ঐতিহ্যবাহী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না।ছাত্রলীগকে মাদকমুক্ত থাকতে হবে।