বাউফল প্রতিনিধিঃপটুয়াখালী বাউফল আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর বাজারের পূর্ব পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন (চালের ডিলার), যুবলীগ সভাপতি আলাউদ্দীন মৃধা, (১৯শে অক্টোবর )রোজ মঙ্গলবার সকাল ৮টায়,শুরু হয় ১০টাকা কেজি চাল সাধারণ মানুষের মধ্যে বিতরন করেন
উপস্থিত ১৩ নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম হাওলাদার এবং বাউফল উপজেলা ট্যাগ অফিসার সহ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী , ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নজরুল মুন্সি , বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক নুরুজ্জামান মৃধা , সহ স্থানীয় জনসাধারণ,ডিলার আলাউদ্দিন মৃধা সকালের উদ্দেশ্য বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সাধারণ মানুষ ভালো থাকেন,পেট ভরে ভাত খেতে পারেন, মানুষের মৌলিক চাহিদা মেটাতে পারেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তিনি বলেন আমি আলাউদ্দীন মৃধা, আমি দীর্ঘদিন যাবত আদাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে আপনাদের সকলের পাশে আছি, থাকবো, আমি কারো কাছ থেকে কোন কাজের বিনিময়ে এক টাকা ঘুষ নেই নাই, আমি ও আমার পরিবার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, আমার দায়িত্বে দীর্ঘদিন যাবত ১০টাকা কেজি চাল বিতরন করি। বিগাত দিনে বাউফল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০টাকা কেজি চাল বিতরনে অনিয়ম দেখাগেলেও আদাবাড়ীয়া কাশিপুর বাজারে আলাউদ্দিন মৃধার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, যে ওজনে কম,কারো চাল পায় নাই, টাকা বেশি নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের সচেতন হতে হবে, আমাদের চারপাশে আমাদের দলীয় নেতা-কর্মীরা নিজের স্বাথে, জামাত বিএনপিকে সাথে নিয়ে সাধারণ মানুষের সম্পাদ ঘুষ,দুনীতি লুটপাট করার পায়তারা চালায় আওয়ামী লীগের ক্ষতি করে, তাদের দ্বারা সাধারন মানুষ, হয়রানীর স্বীকার হয়,তাদেকে চিন্নিহিত করে তাদের কাছ থেকে দুরে থাকতে হবে, অন্যায়েরবিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
তাহলেই আমারা দেশকে ক্ষুদা মুক্ত, দারিদ্র্য মুক্ত, সোনার বাংলা গড়তে পারব।
কাশিপুর বাজারে ১০টাকা কেজি চালের গোডাউন পরিদর্শন করেন, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাউফল উপজেলা ফুড অফিসার মোঃ রনি,এবং রুহুল আমিন, তারা বলেন আজ বাউফলের অনেকটা স্থানে উপস্থিত হয়েছি,কোথায় কোন অনিয়ম দেখিনি, কাশিপুর বাজারের চালের ডিলার সম্পর্কে জানতে চাইলে বলেন, আলাউদ্দিন মৃধার ডিলারী পাওয়ার পর থেকে এখন পযন্ত তার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগে আসে নাই,
ট্যাগ অফিসার আমাদের যে তথ্য দেন যে, (একজন ডিলারের তথ্য) বাউফল থেকে ৫০ কেজি ওজনের চালের পাটের বস্তা দেয়া হয়, যার চালের পরিমাণ ১০,৭৪০ কেজি, গ্রহক সংখ্যা ৩৫৪জন প্রতি গ্রহকে চাল পাবে ৩০ কেজি,প্রতিটা খালি বস্তার ওজন ৭০০গ্রাম, কিছু বস্তা ছেরা,ফারা থাকে,
স্থানীয় কাশিপুর বাজারের পূর্ব পাশে দলু সারেং এর বিল্ডিং ঘরে সরাসরি সাধারণ জনগণের উপস্থিতিতে বস্তা তুলে দেন, ১০টাকা কেজি চাল বিতরন শুরু করেন কতৃপক্ষ