বাউফল সূর্যমনি ইউঃ যুবলীগ নেতা আনিস দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন

সংবাদদাতা বাউফলঃ পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিস হাওলাদার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন।ঘতকাল শনিবার (৮ অক্টোবর) আনিস তার ফেসবুক আইডি থেকে সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার বিষয়ে পোস্ট দেন এবং এতে দল সহ বিভিন্ন জনমনে আলোচনার সৃষ্টি হয়।

তার ফেইসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় সূর্যমনি ইউনিয়নের জনগণ আসসালামু আলাইকুম। আমি সূর্যমনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সেচ্ছায় অব্যাহতি গ্রহণ করিলাম।
সম্প্রতি এর আগে তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন রাজনৈতিক ক্ষমতা শুধু অর্থনৈতিক সাবলম্বী হওয়ার জন্য নয়। আত্মমর্যাদা রক্ষায়ও ব্যবহার করতে হয়। আরো কিছু লিখতে মন চায়,পরে লিখবো।

কেনো স্বেচ্ছায় তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন জানতে চাইলে আনিস হাওলাদার উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান