নূরজাহান নীরা
চুলায় দিবেন আগুন!
এবার একটু জাগুন,
গ্যাসের মূল্য এখন
বাড়ছে কত জানেন?
নীরবে ভাই কেনো
এমন জুলুম মানেন?
রান্নার তেলের দামে
শরীর কিন্তু ঘামে।
লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই
বাড়ছে চালের দাম
তাতে একটু দিশেহারা
কম যাদের ইনকাম।
পেয়াজ নাকি নতুন করে
ছাড়ছে ভীষণ ঝাঁঝ
সত্তর টাকা কেজি মাত্র
খবর পেলাম আজ।
ওহ!ভুলে গেছি আটার দামটা
চিনির মেজাজ চড়া
সবজির দাম আগের মতই
নেইকো নড়াচড়া।
রসুন একটু স্থিতিতে
ডালের গন্ধও চড়া
ভাবলাম তাই বাজার নিয়ে
লিখি একটি ছড়া।