বাবা
কাজী ফরহাদ
মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি:আমি যখন থেকে বুঝতে শিখেছি,তখন থেকে প্রতিনিয়ত দেখে আসছি—রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা কাজ করেন!অথচ আমাকে রোদে কিংবা বৃষ্টিতে বের হতে দেখলেই ইচ্ছামতো বকা দিতেন।
আমি দেখেছি বাবাকে এক জোরা জুতো কিনে
বার বার সেলাই করে পুরো বছর কাটিয়ে দিতে!
অথচ দোকানে সাজিয়ে রাখা নতুন জুতোর জোরা,
সর্বপ্রথম আমার জন্যই কিনে নিয়ে আসতেন।
আমি দেখিছি বাবাকে এক পাঞ্জাবি পরে
প্রতিবছর ঈদগাহে ঈদের নামাজ পড়তে!
অথচ ঈদ উৎসব আসার সাপ্তাহ খানিক আগেই
আমার জন্য দোকানের সেরা পাঞ্জাবীটা কিনতেন।
আমি দেখিছি বাবাকে দশ টাকার—
রিকশা ভাড়ার জায়গাটুকু হেঁটে যেতে!
অথচ আমাকে এ ঘর থেকে সে ঘর যেতে হলে
বাবা নিজের কাঁধে আরাম বসিয়ে নিতেন।
আমি দেখেছি বাবাকে নিজের ইচ্ছাগুলো
হাসিমুখে খুব সহজে মাটিচাপা দিয়ে দিতে!
অথচ সেই ছোটবেলা থেকে এখন অব্ধি,
আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি।
আমার কাছে বাবা মানে আস্ত একটা পৃথিবী,
আমার কাছে বাবা মানে সুখে থাকার চাবিকাঠি।