বাবুর্চি ও দালাল চক্রের দখলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপডেট সময় : ১২:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
বাবুর্চি ও দালাল চক্রের দখলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অনিয়মের আখড়া বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স এখন বাবুর্চি ও দালাল চক্রের দখলে।
বাবুর্চি ও দালাল চক্রের দখলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সেলাই, ড্রেসিং সহ গুরুত্বপূর্ণ কাজ করছেন বাবুর্চি আঃ গনি ও তার সহযোগী হিসেবে আছেন নাইট গার্ড নয়ন। এছাড়াও হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে প্রত্যকটি বিভাগের প্রধান ডাক্তারের ভূমিকায় দেখা যায় ঔষধ কোম্পানির রি-প্রেজেন্টার সাইফুল ইসলামকে। এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মচারী জানান আমাদের চোখের সামনেই অনেক ঘটনা ঘটে আমরা চাইলেও কিছু বলতে পারবো না।
আপনারা সাংবাদিক আপনারা বের করে নেন। তথ্য সূত্রে আরো জানা যায় যে দীর্ঘ দিন যাবত জরুরী বিভাগের অধিকাংশ কাজই করেন বাবুর্চি আঃ গনি ও তার সহযোগী নাইট গার্ড নয়ন ড্রেসিং ও সেলাইয়ের জন্য জনপ্রতি নেন ১০০ কখনো কখনো তারও বেশি। হাসপাতালে সেবা নিতে আসা রোগীর অভিভাবক নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন বার্ধক্য জনিত কারণে আমার মা বেশ কিছুদিন যাবত এই হাসপাতালে ভর্তি আছেন তবে সরকারি হাসপাতাল গুলো এতো বাঝে আগে আমার ধারণা ছিল না।
সামান্য হাতের ক্যানোলা ও বাহির হইতে কিনে নিয়ে আসতে হয় আর পরিবেশের কথা নাই-ব বললাম একদম বাঝে অবস্থা। এবিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডা. মিজানুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান জানান এবিষয়টি আমি জানতাম না এখন জানলাম আমি খতিয়ে দেখবো এবং ব্যবস্তা গ্রহণ করবো।
One thought on “বাবুর্চি ও দালাল চক্রের দখলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”