বিআইডব্লিউটিসি’র সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
- আপডেটঃ ০৫:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / 138
বিআইডব্লিউটিসি’র সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
বিআইডব্লিউটিসি’র নারায়ণগঞ্জ শাখার ইশাখাঁ রোডস্থিত জমিতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল(বিডি) কর্তৃক নিয়োজিত সন্ত্রাসীদের জবর দখলের চেষ্টা বন্ধ করার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা কর্মচারী সম্বনয় পরিষদের সদস্য সচিব মানসুরা আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সম্বনয় পরিষদের আহবায়ক এ কে এম শাহজাহান, যুগ্ম আহবায়ক মহসিন ভূঁইয়া সহ, অন্যন্য কর্মচারী কর্মকর্তারা। সংবাদ সম্মেলন লিখিত অভিযোগ করা হয় বিআইডব্লিউটিসি নৌ পরিবহণ মন্ত্রণালয় অধীনস্থ একটি শতভাগ সরকারি মালিকানাধীন সংস্থা।
বিআইডব্লিউটিসি’র সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
১৯৭২ সালে পিও ২৮ আদেশ বলে ৩ ও ৪ নং ইশাখাঁ রোডস্থিত জমি নিজেদের নামে নামজারী জমাভাগ করে গত ৫০ এবছরের উর্ধ্বকাল যাবত উক্ত সম্পত্তির নিরবিচ্ছিন মালিক ও দখলকার থেকে সেখানে অবস্থিত বাংলোতে বিআইডব্লিউটিসির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বসবাস করে আসছে। সম্প্রতি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে বিজ্ঞ যুগ্ম জেলা জজ নারায়ণগঞ্জ আদালতে উক্ত জমির মালিকানা দাবি করে ১৫৫/২৩ নং দেওয়ানি মামলা দায়ের করেন। শুনানির পর বিজ্ঞ আদালত সেখানে জমির উপর কোন নিষেধাজ্ঞা জারী করে নাই। ফলে বিআইডব্লিউটিসির চলমান উন্নায়ন কর্মকাণ্ডের অংশ হিসাবে উক্ত জমিতে একটি বাউন্ডারি দেয়াল নির্মাণ কালে গত ২৫ এপ্রিল ২০২৪ বিকেলে ট্রাসট্রের এষ্টেট অফিসারের নেতৃত্বে সহ আনুমানিক ৭০/৮০ সন্ত্রাসী সেখান অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কর্তন এবং নিরাপত্তা পহরীদের মারধর এবং আটক করে।
এব্যাপারে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনের পূর্বে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাবের সম্মুখে একটি মানববন্ধন কর্মসূচি ও পালন করে।