বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

- আপডেটঃ ০৮:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / 65

বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রেলওয়ের লিজকৃত পুকুর থেকে ৩ লাখ টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মতিন, ইব্রাহিম, জীবনসহ আরও কয়েকজন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা মোঃ নাদিম মিয়া একই দিন দুপুরে বন্দর থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযুক্ত ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, সালেহনগর এলাকার নাদিম মিয়া গত ৮ জানুয়ারি রেলওয়ে কর্তৃক লিজ নেওয়া পুকুরের মালিক মানিক মিয়ার কাছ থেকে ২,৫০,০০০ টাকা পরিশোধ সাপেক্ষে পুকুরটি বাৎসরিক ভাড়ায় চুক্তি সম্পাদন করেন। পরবর্তী সময়ে তিনি পুকুরটি মাছ চাষের উপযোগী করতে ১ লাখ টাকা এবং মাছ ছাড়তে আরও দেড় লাখ টাকা বিনিয়োগ করেন।
বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ
সোমবার সকাল ৯টার দিকে মতিন, ইব্রাহিম, জীবনসহ ১০-১৫ জন ব্যক্তি পুকুরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ লুট করে। মাছের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে দাবি করেছেন নাদিম মিয়া।
নাদিম বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার হুমকিও দেয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করে লাশ গুম করারও ভয় দেখায়।
বন্দর থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ