সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতা সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক
- আপডেটঃ ১২:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / 167

বিএনপি নেতা সেলিম প্রধান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে মনে করেন স্থানীয় ও পারিবারের লোকজন।
দেশে জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে উন্মাতাল সমগ্র জাতি। সরকার সমমনা ২৮টি দল আসন্ন নির্বাচনে অংশ নেবার পক্ষে অন্যদিকে বিএনপিসহ সমমনা বেশ কয়েকটি দল তত্বাবধায়ক সরকার ছারা নির্বাচনে না যাওয়ার পক্ষে।
রাজনৈতিক এমন বিরোধি অবস্থানে দেশে বিরোধি দলীয় নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রয়েছে। নিরপরাধ অনেক বিরোধি দলীয় নেতাকর্মী রয়েছে এর আওতায়, তেমনি একজন নাসিক-৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা মোহাম্মদ সেলিম প্রধান। সেলিম প্রধান নাসিক-৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা।
গত ১৩ নভেম্বর (সোমবার) ২০২৩ ইং তারিখে বিস্ফোরক দ্রব্যাদির আইনের ৩/৬ ধারা মোতাবেক মামলায় সেলিম প্রধানকে ২৯নং আসামী করা হয়, যার মামলা নং #১৪(১১)/২৩#। উক্ত মামলার ২৯নং আসামী হিসেবে সেলিম প্রধানকে ২৭ নভেম্বর (সোমবার) ২০২৩ইং তারিখ সন্ধ্যায় ভূইয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,আসামী সেলিম প্রধান বিএনপির একজন ভদ্র রাজনিতিবিদ, জালাও-পোড়াওসহ মানবতা ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ডে জরিত নয়, তিনি বিরোধী রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকার। এই ধরনের হিংসাত্বক রাজনিতি এবং রাজনিতিবিদদের দেশের সাধারন জনগন ঘৃনা করে এবং প্রশাসনের প্রতি সঠিক বিচার প্রত্যাশা করে।