বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগরী বিক্ষোভ মিছিল
- আপডেটঃ ১০:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 217
বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগরী বিক্ষোভ মিছিল
রমাদানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমাদানের পবিত্রতা রক্ষার দাবীতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রমাদানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমাদানের পবিত্রতা রক্ষার দাবীতে ১০ মার্চ রবিবার সকালে নগরীর চারার গোপ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইনের নেতৃত্বে মিছিলটি নগরীর এক নং রেল গেট থেকে শুরু হয়ে কালির বাজার মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতের মহানগরী ও থানা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী অংশ গ্রহন করেন। জামাল হোসাইন বলেন- নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন যেভাবে বাড়ছে তাতে করে শুধু সাধারণ মানুষ নয় সর্বস্তরে জন দুর্ভোগ মারাত্বক আকার ধারন করবছে। সামনে রমজান মাস রোজাদারেরা রোজা রাখবে কিভাবে সে বিষয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই তাই আজ এই অবস্থায় সবাই চিন্তিত। তিনি অবিলম্বে সরকারের কাছে আহব্বান জানান যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে রোজার পবিত্রতা নষ্ট করার পায়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । পাশাপশি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল স্থানে অশ্লীলতা ও নগ্নতা বন্ধ করতে হবে। সকলকে রমদানের পবিত্রতা রক্ষা করার জন্য দেশবাসীর প্রতি আহব্বান জানান।