কলাপাড়ায় বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
![](https://banglarshironam.com/wp-content/uploads/2023/06/Favicon-1.jpg)
- আপডেটঃ ০৪:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 42
![](https://banglarshironam.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কলাপাড়ায় বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন খেলার মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয় ।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি একাদশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী একাদশ’র মধ্যে অনুষ্ঠিত খেলায় আমরা কলাপাড়াবাসী একাদশ তিন উইকেটে জয় লাভ করে। আমরা কলাপাড়াবাসীর একাদশের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। অপরদিকে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি একাদশের নেতৃত্বে দেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম।
বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল আকন, মাহাতাব উদ্দিন হেলাল, আরিফ সিকদার, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল হোসেন, সহ-সভাপতি বিল্লাল খান কাবুলসহ কলাপাড়া উপজেলার ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ।
টস জিতে ব্যাবসায়ী সমিতি একাদশের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১২ ওভারে ১১৩ রান করেন। জবাবে আমারা কলাপাড়াবাসী একাদশ ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সাবেক ক্রিকেটার রাকিবুল সিকদার।
বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
ধারাভাষ্য প্রদান করেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল। খেলা শেষ খেলোয়াড়দের জন্য উপহার বিতরণ করা হয়।
আরও পরুনঃ বাউফলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত দুই শিক্ষার্থী