বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত
- আপডেটঃ ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 154
সংবাদদাতা নুপুর বেগমঃপটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বৃহস্পতিবার তাকে নির্বাচিত ঘোষণা করেন।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াি ২১ অক্টোবর মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আসনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী গত ১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিকি সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মান্নান জেলা রিটার্নিং অফিসারের কাছে একাই মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন আর ৯ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
এ আসনের উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বেসরকারিভাবে অ্যাডভোকেট আফজাল হোসেনকে জাতীয় সংসদ সদস্য ঘোষণা করেন। বৃহস্পতিবার ০৯/১১/২০২৩ খ্রিঃ বিকাল ৪টার দিকে তাকে পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের জাতীয় সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন।