বেনাপোল পৌরসভার নির্বাচনে নৌকা ও ব্রীজ মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
বেনাপোল পৌরসভার নির্বাচনে নৌকা ও ব্রীজ মার্কার ভোট নিশ্চিত করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ই জুলাই)বিকালে ৩ নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড (রাজবাড়ী) আ.লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা ভোট দিলে দেশের উন্নয়ন হয়। পৌরবাসী আজকে একমত হয়েছে তারা নৌকায় ভোট দেওয়ার। আজকে নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আগামী ১৭ জুলাই নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
ব্রীজ মার্কার কাউন্সিলার প্রার্থী জুলফিকার মন্টু বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বাড়ীতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্ঠা করেছি।আসন্ন এ পৌর সভার নির্বাচন দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই ওয়ার্ডের অনেক জায়গায় কালভার্ডের অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছু রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ফের নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধান সহ অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলেন জানান।
এসময় শার্শা উপজেলা আ.লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মেদ মিন্টু,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,কোষাধ্যক্ষ অহেদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ বেনাপোল থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।