যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনায় ১জন নিহত
![](https://banglarshironam.com/wp-content/uploads/2023/06/Favicon-1.jpg)
- আপডেটঃ ০৭:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / 92
![](https://banglarshironam.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলগামী এস, পি গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা দেয়।
এ সময় পাশ দিয়ে চলাচলরত একটি মোটরসাইকেলকে বাসটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় দরগাহ ফিলিং স্টেশনের সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনায় ১জন নিহত
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পরুনঃ মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু
যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনায় ১জন নিহত