ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
হাজীগঞ্জে অটোরিকশার শৃঙ্খলা রক্ষায় নবগঠিত কমিটির উদ্বোধন রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত যুবদল নেতার মৃত্যুতে এলাকাবাসীর বিক্ষোভ চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন ৮০ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা বোমা মেরে ছাত্রদের উড়িয়ে দেওয়ার হুমকি নীট কনসার্ন গ্রুপের এলডিপির মহাসচিব এড. রেদোয়ান আহমেদ এর সাথে আলাউদ্দিন প্রধানের সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ঔষধ বিতরণ কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান খেলাফত মজলিসের ফিলিস্তিন-বাংলাদেশ সংহতি সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

মোঃ নুরুজ্জামান মৃধা
  • আপডেটঃ ০৭:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / 341

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

লেখকঃ নুরুজ্জামান মৃধা,মানবতার মুক্তির জনক, স্রষ্টার সমস্ত সৃষ্টিকুলের রহমত আল্লাহর প্রিয়তম হাবিব হজরত আহমাদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (সাঃ), তাঁরই পবিত্র বংশে মাওলা আলী হয়ে মা ফাতেমা (রাঃ)র পাক নসলে ইমাম হাসান ও ইমাম হোসাইনের মাধ্যমে আল্লাহ পাকের এক অপূর্ব অনন্য, বেনজির, বেমিছাল নিদর্শন যাকে অনন্ত, অসীম রহমত ও নিয়ামতের ভাণ্ডারী হিসেবে এই ধরাধামে আমাদের জন্য মুক্তির দিশারী হিশেবে পাঠিয়েছেন তিনি হলেন গাউছুল আজম দয়াল বাবা ভাণ্ডারী (ক)র রক্তে জিগার, নয়নের মনি, গাউছে জামান শফি বাবাজানের কলিজার টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি আশেক, ভক্তের প্রাণপ্রতিম মুর্শিদ, প্রানের রাজন, ওলি, গাউস, কুতুব, আবদালদের শিরমণি, আখেরী জামানার পাপী, তাপীদের মুক্তির ঠিকানা, আশেকানে মাইজভাণ্ডারীদের প্রানের স্পন্দন, আওলাদে রাছুল (সাঃ) মুর্শিদে বেমিছাল, তাজুল আশেকিন, শাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্জ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী

(প্রকাশ- (মুজিব_বাবাজান) কেবলা কাবা ।

মুজিব বাবাজানের পবিত্র কোরআন-সুন্নাহর নসিহতের বয়ানের মাধ্যমে কোটি কোটি মানব সন্তান আজ আল্লাহ ও রাছুলের নৈকট্য লাভ করে জীবন ও জনম ধন্য করেছেন, করছেন ও করে যাবেন কেয়ামাত পর্যন্ত ইনশাল্লাহ। যার সুমিষ্ট ভাষণে, প্রাণ ভুলানো ভুবন জয়ী মুচকি হাসির ঝলকে, রুহানী ফয়েজ দানে তিনি নবী প্রেমের জয়গানে মুখরিত করে তুলেছেন কোটি কোটি আশেক, ভক্তের হৃদয়। বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটি থানায় তিনি সফর করে আল্লাহর একত্ববাদ, শানে রিসালাত, শানে বেলায়তের আলো ছড়িয়ে দিয়েছেন যার দরুন আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাছুল সালাম আলাইকার প্রেম ধ্বনি শুনা যায়। তিনি গাউছুল আযম মাইজভাণ্ডারীর শান, আজমত এত ব্যাপক প্রচার ও প্রচার করেছেন দেশে ও বিদেশে, সর্বব্যাপী তিনি ৪ যুগের অধিক সময় ধরে তৌহিদের বানী নিয়ে, নবী প্রেমের ঝাণ্ডা নিয়ে সমস্ত প্রতিকুলতাকে আল্লাহ প্রদত্ত বেলায়তী শক্তির মাধ্যমে পরাজিত করে সারা বিশ্বব্যাপী নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, নারায়ে রিছালাত-ইয়া রাছুলুল্লাহ (সাঃ), নারায়ে গাউসিয়া-ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারীর নামের ডঙ্কা তিনি বাজিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

সহযোগিতায়, মোঃ নুর ইসলাম মাইজভান্ডারী।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগসঃ

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

আপডেটঃ ০৭:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

লেখকঃ নুরুজ্জামান মৃধা,মানবতার মুক্তির জনক, স্রষ্টার সমস্ত সৃষ্টিকুলের রহমত আল্লাহর প্রিয়তম হাবিব হজরত আহমাদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (সাঃ), তাঁরই পবিত্র বংশে মাওলা আলী হয়ে মা ফাতেমা (রাঃ)র পাক নসলে ইমাম হাসান ও ইমাম হোসাইনের মাধ্যমে আল্লাহ পাকের এক অপূর্ব অনন্য, বেনজির, বেমিছাল নিদর্শন যাকে অনন্ত, অসীম রহমত ও নিয়ামতের ভাণ্ডারী হিসেবে এই ধরাধামে আমাদের জন্য মুক্তির দিশারী হিশেবে পাঠিয়েছেন তিনি হলেন গাউছুল আজম দয়াল বাবা ভাণ্ডারী (ক)র রক্তে জিগার, নয়নের মনি, গাউছে জামান শফি বাবাজানের কলিজার টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি আশেক, ভক্তের প্রাণপ্রতিম মুর্শিদ, প্রানের রাজন, ওলি, গাউস, কুতুব, আবদালদের শিরমণি, আখেরী জামানার পাপী, তাপীদের মুক্তির ঠিকানা, আশেকানে মাইজভাণ্ডারীদের প্রানের স্পন্দন, আওলাদে রাছুল (সাঃ) মুর্শিদে বেমিছাল, তাজুল আশেকিন, শাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্জ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী

(প্রকাশ- (মুজিব_বাবাজান) কেবলা কাবা ।

মুজিব বাবাজানের পবিত্র কোরআন-সুন্নাহর নসিহতের বয়ানের মাধ্যমে কোটি কোটি মানব সন্তান আজ আল্লাহ ও রাছুলের নৈকট্য লাভ করে জীবন ও জনম ধন্য করেছেন, করছেন ও করে যাবেন কেয়ামাত পর্যন্ত ইনশাল্লাহ। যার সুমিষ্ট ভাষণে, প্রাণ ভুলানো ভুবন জয়ী মুচকি হাসির ঝলকে, রুহানী ফয়েজ দানে তিনি নবী প্রেমের জয়গানে মুখরিত করে তুলেছেন কোটি কোটি আশেক, ভক্তের হৃদয়। বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটি থানায় তিনি সফর করে আল্লাহর একত্ববাদ, শানে রিসালাত, শানে বেলায়তের আলো ছড়িয়ে দিয়েছেন যার দরুন আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাছুল সালাম আলাইকার প্রেম ধ্বনি শুনা যায়। তিনি গাউছুল আযম মাইজভাণ্ডারীর শান, আজমত এত ব্যাপক প্রচার ও প্রচার করেছেন দেশে ও বিদেশে, সর্বব্যাপী তিনি ৪ যুগের অধিক সময় ধরে তৌহিদের বানী নিয়ে, নবী প্রেমের ঝাণ্ডা নিয়ে সমস্ত প্রতিকুলতাকে আল্লাহ প্রদত্ত বেলায়তী শক্তির মাধ্যমে পরাজিত করে সারা বিশ্বব্যাপী নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, নারায়ে রিছালাত-ইয়া রাছুলুল্লাহ (সাঃ), নারায়ে গাউসিয়া-ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারীর নামের ডঙ্কা তিনি বাজিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

সহযোগিতায়, মোঃ নুর ইসলাম মাইজভান্ডারী।