ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনামঃ
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত ৪ দফা বাস্তবায়নে কাজ করছে -মমিনুল হক সরকার সাংবাদিক শফিকুল ইসলামের পিতার কুলখানি ও দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দুমকীতে স্মরণসভা পবিপ্রবি’তে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চলচ্চিত্র অভিনেতা রাজীব স্মরণে দুমকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল দেখুন এখানে লগি বৈঠার নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে নিতাইগঞ্জে জামায়াতের সমাবেশ নারায়ণগঞ্জে ৭৬ দিন পরে নিহত স্বজনের লাশ উত্তোলন

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

মোঃ নুরুজ্জামান মৃধা
  • আপডেটঃ ০৭:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / 223

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

লেখকঃ নুরুজ্জামান মৃধা,মানবতার মুক্তির জনক, স্রষ্টার সমস্ত সৃষ্টিকুলের রহমত আল্লাহর প্রিয়তম হাবিব হজরত আহমাদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (সাঃ), তাঁরই পবিত্র বংশে মাওলা আলী হয়ে মা ফাতেমা (রাঃ)র পাক নসলে ইমাম হাসান ও ইমাম হোসাইনের মাধ্যমে আল্লাহ পাকের এক অপূর্ব অনন্য, বেনজির, বেমিছাল নিদর্শন যাকে অনন্ত, অসীম রহমত ও নিয়ামতের ভাণ্ডারী হিসেবে এই ধরাধামে আমাদের জন্য মুক্তির দিশারী হিশেবে পাঠিয়েছেন তিনি হলেন গাউছুল আজম দয়াল বাবা ভাণ্ডারী (ক)র রক্তে জিগার, নয়নের মনি, গাউছে জামান শফি বাবাজানের কলিজার টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি আশেক, ভক্তের প্রাণপ্রতিম মুর্শিদ, প্রানের রাজন, ওলি, গাউস, কুতুব, আবদালদের শিরমণি, আখেরী জামানার পাপী, তাপীদের মুক্তির ঠিকানা, আশেকানে মাইজভাণ্ডারীদের প্রানের স্পন্দন, আওলাদে রাছুল (সাঃ) মুর্শিদে বেমিছাল, তাজুল আশেকিন, শাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্জ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী

(প্রকাশ- (মুজিব_বাবাজান) কেবলা কাবা ।

মুজিব বাবাজানের পবিত্র কোরআন-সুন্নাহর নসিহতের বয়ানের মাধ্যমে কোটি কোটি মানব সন্তান আজ আল্লাহ ও রাছুলের নৈকট্য লাভ করে জীবন ও জনম ধন্য করেছেন, করছেন ও করে যাবেন কেয়ামাত পর্যন্ত ইনশাল্লাহ। যার সুমিষ্ট ভাষণে, প্রাণ ভুলানো ভুবন জয়ী মুচকি হাসির ঝলকে, রুহানী ফয়েজ দানে তিনি নবী প্রেমের জয়গানে মুখরিত করে তুলেছেন কোটি কোটি আশেক, ভক্তের হৃদয়। বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটি থানায় তিনি সফর করে আল্লাহর একত্ববাদ, শানে রিসালাত, শানে বেলায়তের আলো ছড়িয়ে দিয়েছেন যার দরুন আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাছুল সালাম আলাইকার প্রেম ধ্বনি শুনা যায়। তিনি গাউছুল আযম মাইজভাণ্ডারীর শান, আজমত এত ব্যাপক প্রচার ও প্রচার করেছেন দেশে ও বিদেশে, সর্বব্যাপী তিনি ৪ যুগের অধিক সময় ধরে তৌহিদের বানী নিয়ে, নবী প্রেমের ঝাণ্ডা নিয়ে সমস্ত প্রতিকুলতাকে আল্লাহ প্রদত্ত বেলায়তী শক্তির মাধ্যমে পরাজিত করে সারা বিশ্বব্যাপী নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, নারায়ে রিছালাত-ইয়া রাছুলুল্লাহ (সাঃ), নারায়ে গাউসিয়া-ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারীর নামের ডঙ্কা তিনি বাজিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

সহযোগিতায়, মোঃ নুর ইসলাম মাইজভান্ডারী।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগসঃ

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

আপডেটঃ ০৭:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ভক্তের মুক্তির কাণ্ডারি মুজিব বাবা মাইজভাণ্ডারী

লেখকঃ নুরুজ্জামান মৃধা,মানবতার মুক্তির জনক, স্রষ্টার সমস্ত সৃষ্টিকুলের রহমত আল্লাহর প্রিয়তম হাবিব হজরত আহমাদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (সাঃ), তাঁরই পবিত্র বংশে মাওলা আলী হয়ে মা ফাতেমা (রাঃ)র পাক নসলে ইমাম হাসান ও ইমাম হোসাইনের মাধ্যমে আল্লাহ পাকের এক অপূর্ব অনন্য, বেনজির, বেমিছাল নিদর্শন যাকে অনন্ত, অসীম রহমত ও নিয়ামতের ভাণ্ডারী হিসেবে এই ধরাধামে আমাদের জন্য মুক্তির দিশারী হিশেবে পাঠিয়েছেন তিনি হলেন গাউছুল আজম দয়াল বাবা ভাণ্ডারী (ক)র রক্তে জিগার, নয়নের মনি, গাউছে জামান শফি বাবাজানের কলিজার টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি আশেক, ভক্তের প্রাণপ্রতিম মুর্শিদ, প্রানের রাজন, ওলি, গাউস, কুতুব, আবদালদের শিরমণি, আখেরী জামানার পাপী, তাপীদের মুক্তির ঠিকানা, আশেকানে মাইজভাণ্ডারীদের প্রানের স্পন্দন, আওলাদে রাছুল (সাঃ) মুর্শিদে বেমিছাল, তাজুল আশেকিন, শাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্জ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী

(প্রকাশ- (মুজিব_বাবাজান) কেবলা কাবা ।

মুজিব বাবাজানের পবিত্র কোরআন-সুন্নাহর নসিহতের বয়ানের মাধ্যমে কোটি কোটি মানব সন্তান আজ আল্লাহ ও রাছুলের নৈকট্য লাভ করে জীবন ও জনম ধন্য করেছেন, করছেন ও করে যাবেন কেয়ামাত পর্যন্ত ইনশাল্লাহ। যার সুমিষ্ট ভাষণে, প্রাণ ভুলানো ভুবন জয়ী মুচকি হাসির ঝলকে, রুহানী ফয়েজ দানে তিনি নবী প্রেমের জয়গানে মুখরিত করে তুলেছেন কোটি কোটি আশেক, ভক্তের হৃদয়। বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটি থানায় তিনি সফর করে আল্লাহর একত্ববাদ, শানে রিসালাত, শানে বেলায়তের আলো ছড়িয়ে দিয়েছেন যার দরুন আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাছুল সালাম আলাইকার প্রেম ধ্বনি শুনা যায়। তিনি গাউছুল আযম মাইজভাণ্ডারীর শান, আজমত এত ব্যাপক প্রচার ও প্রচার করেছেন দেশে ও বিদেশে, সর্বব্যাপী তিনি ৪ যুগের অধিক সময় ধরে তৌহিদের বানী নিয়ে, নবী প্রেমের ঝাণ্ডা নিয়ে সমস্ত প্রতিকুলতাকে আল্লাহ প্রদত্ত বেলায়তী শক্তির মাধ্যমে পরাজিত করে সারা বিশ্বব্যাপী নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, নারায়ে রিছালাত-ইয়া রাছুলুল্লাহ (সাঃ), নারায়ে গাউসিয়া-ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারীর নামের ডঙ্কা তিনি বাজিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

সহযোগিতায়, মোঃ নুর ইসলাম মাইজভান্ডারী।