মুক্তি পেলো মুবিনুল হকের পরদেশী প্রেম মিউজিক্যাল ফিল্ম

- আপডেট সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ৮৭০ বার পড়া হয়েছে
মুক্তি পেলো মুবিনুল হকের পরদেশী প্রেম মিউজিক্যাল ফিল্ম।
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাসিন্দা চলতি সময়ের জনপ্রিয় তরুণ মডেল-অভিনয়শিল্পী মোঃ মুবিনুল হকের প্রকাশিত হলো পরদেশী প্রেম। এর’ই মধ্যে তিনি বেশকিছু মিউজিক ভিডিও সহ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ব্যান্ড ফটোশুট, ম্যাগাজিন, টিভি চ্যানেল ফ্যাশন শো, বিল বোর্ডের মডেল হয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় তরুণ অভিনয়শিল্পী মুবিনুল হকের “পরদেশী প্রেম” শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি।
এ প্রসঙ্গে অভিনয়শিল্পী মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকে’ই আমার মিডিয়ার প্রতি অনেক আগ্রহ ছিল পরে আমি ধীরে ধীরে আমার সেই স্বপ্নের পথে পা বাড়াই। এর’ই মধ্যে দিয়ে আমার সেই স্বপ্ন গুলো পূরণও হয়েছে। সামনে’ই আমার বেশকিছু ভালো ভালো অভিনয় আসতেছে আশা করি আপনারা সকলেই দেখবেন। আগামীতে নিজেকে চলচ্চিত্র ও নাটকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে ছুটে চলছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য পছন্দের কিছু উপহার দিতে পারি তাইলেই আমার সার্থকতা হবে।এই জনপ্রিয় অভিনয়শিল্পী মোঃ মুবিনুল হক তার নতুন গানটি নিয়ে সকলের কাছে অনেক অনেক আশাবাদী।
তার ভাষ্য “পরদেশী প্রেম” গানের ভিডিওতে তার অভিনয় গুলো আপনাদের সকলের’ই পছন্দনীয় হবে বলে মনে করেন অভিনয়শিল্পী মোঃ মুবিনুল হক।
তিনি সকলের কাছে দোয়া ও সহোযোগিতা একান্ত ভাবে কামনা করছেন।