মতলব খেয়া ঘাটে আবারও হরিলুট, জন প্রতি ঘাট ভাড়া ৫ টাকা
- আপডেটঃ ০২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / 134
চাঁদপুরের মতলব খেয়া ঘাটে ফের তিন টাকা ভাড়ার পরিবর্তে জনপ্রতি ভাড়া পাঁচ টাকা করে আদায় করছে ঘাট কতৃপক্ষ। এ যেন আবারও হরিলুট চলছে।
এই ঘাট দিয়ে মতলব উত্তর দক্ষিণ উপজেলার প্রায় বিশ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে মোট সত্তরটি নৌকা যোগে। এতে প্রতিদিন অতিরিক্ত ৪০ হাজার টাকা ভাড়া আদায় করছে কতৃপক্ষ, যা বছরে দাড়ায় প্রায় দুই কোটি টাকা। সরকারি তথ্যমতে মতলব খেয়াঘাট দিয়ে পারাপারে জনপ্রতি নেয়ার কথা মাত্র দুই টাকা এবং নদী পারাপারে নৌকা সার্ভিস থাকার কথা ফ্রি।
খেয়া ঘাটের ইজারাদার তাদের চুক্তি নবায়ন করেনি দুই বছরের অধিক সময় ধরে। ২০২০ সালের ৭ই নভেম্বরে ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ভিডিও প্রতিবেদন আকারে প্রকাশিত হলে নরেচরে বসে ব্যবস্থা গ্রহণকারী কতৃপক্ষ। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় খেয়া ঘাটে, অতঃপর তোপের মুখে পরে ঘাট কতৃপক্ষ পাঁচ টাকার পরিবর্তে তিন টাকা করে জনপ্রতি ভাড়া নেয়া শুরু করেন। তার কয়েক মাস অতিবাহিত হতেই আবার জন প্রতি ঘাট ভাড়া পাঁচ টাকা করে আদায় করছে কতৃপক্ষ।
মতলব উত্তর দক্ষিণ উপজেলার জনগণের দূর্ভোগ লাগবে দৃষ্টি আকর্ষণ করছি কতৃপক্ষের একটি স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য।