নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ফোরামের উদ্যােগে মশক নিধন কর্মসূচি ও মেশিন অপারেটিং কর্মশালা

- আপডেট সময় : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ফোরামের উদ্যােগে মশক নিধন কর্মসূচি ও মেশিন অপারেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৮ অক্টোবর বিকেলে নাসিক ১৪ নং ওয়ার্ড দেওভোগ পানির ট্যাংকি এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত সদর থানায় ফ্রেন্ডস ফোরাম অব নারায়ণগঞ্জের উদ্যোগে মশক নিধন কর্মসূচি ও মেশিন অপারেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মজলুম জননেতা অত্র অঞ্চলের ইসলামী আন্দোলনের সিপাহসালার মুহতারাম মাওলানা মঈনুদ্দিন আহমদ।
নারায়ণগঞ্জ মহানগরীর সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ ও যুব বিভাগের সম্মানিত সভাপতি মোঃ জামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদের সদস্য এইচ এম নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন হাফেজ মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ খলিলুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ অলিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশিক্ষণের পরে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় পরিক্ষা মূলক মশক নিধন করা হয়।