বন্দরে উত্তর কলাবাগ বাবরী জামে মসজিদের কমিটি গঠন
- আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বন্দরে উত্তর কলাবাগ বাবরী জামে মসজিদের কমিটি গঠন
উৎসব মুখর পরিবেশে বন্দরে উত্তর কলাবাগ বাবরী জামে মসজিদের ৩০ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ মসজিদের কমিটি গঠন
কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ মে) বাদ জুম্মা নাজাজের পর উল্লেখিত মসজিদ কমিটির সকল সদস্যদের সম্মতি ক্রমে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে হাজী নজরুল ইসলামকে পুনরায় সভাপতি ও আব্দুল সালামকে পুনরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে ৩০ সদস্য বিশিষ্ট মসজিদের কমিটি গঠন ও ঘোষনা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপিত পদে মো: কামাল হোসেন, সহ- সভাপতি পদে জুলহাস ও রজ্জব আলী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমন, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আলী ও দপ্তর সম্পাদক পদে মাছুমকে নির্বাচিত করা হয়।
বন্দর উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে ও একই কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান গনী সঞ্চালনায় কমিটি গঠনকালে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ ও মুসল্লীগন উপস্থিত ছিলেন। কমিটি গঠনকালে বন্দর উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি উজ্জল হোসেন বলেন, গত ৩ বছরে বাবরী জামে মসজিদ ব্যাপক উন্নয়ন হওয়ার কারনে সাবেক কমিটিকে পুনরায় নির্বাচিত করা হয়।
One thought on “বন্দরে উত্তর কলাবাগ বাবরী জামে মসজিদের কমিটি গঠন”