বাংলার শিরোনাম:
অবশেষে লোভের কাছে হেরে গিয়ে বোল্ড আউট হয়ে মাঠের বাইরে চলে গেল মাওলানা আনছারুল্লাহ আনছারী ইমাম ও খতিব হজরত ইয়ারউদ্দীন খলিফা সাহেব (রহঃ) দরবার শরীফ জামে মসজিদ, মির্জাগঞ্জ পটুয়াখালী।।
গত কয়েকদিন আগে হযরত ইয়ারউদ্দীন খলিফা সাহেব (রহঃ) দরবার মাদ্রাসা লিল্লাহ্ বোডিং এর মাছ চুরি করেন মাওলানা আনছারুল্লাহ আনছারী ছদর পটুয়াখালী উপজেলা মুজাহিদ কমিটি।
পরবর্তীতে তাহার চুরির অভিযোগ সত্য প্রমাণিত হলে, মাদ্রাসা ও মসজিদ কমিটি উক্ত চুরির অপরাধে মাদ্রাসা ও মসজিদ থেকে তৎক্ষণাৎ তাকে বহিষ্কার করে দেন।