মাকে ৪৬ কোপে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে
- আপডেটঃ ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / 104
মাকে ৪৬ কোপে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে
গত ২ জুন (রোববার) দিবাগত রাত ১০টার দিকে নেশার টাকা জোগাড় করতে শেষমেশ নিজের মাকেই ৪৬টি কোপ দিয়ে মারে ফেলেন নাড়িছেঁড়া একমাত্র সন্তান মো. ওমর ফারুকই (২৩)।
গত ৩ জুন (সোমবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মা রিনা আক্তার চন্দনার (৩৯) নিথর দেহ। মমতাময়ী এ মায়ের শরীর দেখলে শিউরে উঠবেন যেকেউ। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ গুনে দেখেছে ৪৬টি আঘাত রয়েছে ভুক্তভোগী নারীর দেহে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার ভেলুয়ার দিঘির উত্তরপাড়ে একটি ভাড়া ঘরে। নিহত রিনা আক্তারের স্বামী মোঃ আকতার হোসেন (৫২) পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। আর্থিক অনটনের মধ্যেও চেষ্টা করেছেন সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে। কিন্তু পারেননি। কলেজ বয়সেই ওমর হয়ে যায় মাদকাসক্ত।
মাকে কুপিয়ে বটি নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলেন মাদকাসক্ত ওমর ফারুককে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এবিষয়ে পাহাড়তলী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ মঈনুর রহমান বলেন, পুলিশ হেফাজতে ওমর দুপুরের খাবার খেয়েছেন। তাকে দেখে বোঝার উপায় নেই কয়েক ঘণ্টা আগে তিনি গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যা করেছে।