দুমকিতে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক
- আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
দুমকিতে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক
দুমকিতে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার ওরফে এলমাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে দুমকি থানা পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে উপজেলার বাশবুনিয়ায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানাযায়, সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে এলমা (৩৩) কে নিজ বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত এলমান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে।
দুমকিতে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার আটক
তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪ ইং।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলার শিরোনামকে জানান, তার বিরুদ্ধে দুমকি থানা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।