নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুরে গোলাপ হোসেন নামে মালয়েশিয়া প্রবাসীর এবিএফ ইট ভাটায় দিনরাত চলছে গাজা,ইয়াবা,ফেন্সিডিলসহ রমরমা মাদক ব্যবসা।
- আপডেট সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুরে গোলাপ হোসেন নামে মালয়েশিয়া প্রবাসীর এবিএফ ইট ভাটায় দিনরাত চলছে গাজা,ইয়াবা,ফেন্সিডিলসহ রমরমা মাদক ব্যবসা।
কিশোর গ্যাং লিডার মুছাপুর ইউপির উওর কুলচরিত্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মামুন ও তার অন্যতম সহযোগী একাধিক মামলার আসামি মিনার বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে সজীবের নেতৃত্ব চলছে এইমক মাদক. ব্যবসা।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা স্বত্ত্বেও্র তারা প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই মাদক. ব্যবসা। কিশোর গ্যাংদের মাদক ব্যবসার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। কিছুদিন আগে পাশের গ্রামে হামলা চালায় এই কিশোর গ্যাং লিডার মামুন বাহিনী।
মামুন বাহিনীর অপকর্মে এলাকায় আধিপত্য বিস্তার,চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর গ্যাং জড়িয়ে পড়ছে। মাদক. ব্যবসা ও দখলবাজিতেও ব্যবহার করা হচ্ছে এই কিশোর গ্যাং বাহিনীকে। তবে এদেরকে সকল ধরনের সহযোগিতা করেন মালয়েশিয়া প্রবাসী গোলাপ হোসেন ওরফে গোলা। এলাকাবাসী এই কিশোর গ্যাংয়ের কবল থেকে রক্ষা পেতে চায় এলাকাবাসী প্রশাসনের কাছে তদন্তপূর্ব হস্তক্ষেপ দাবি করেছে।
বাবুরাইল থেকে ডিবির অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জিরণ গ্রেফতার
One thought on “নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুরে গোলাপ হোসেন নামে মালয়েশিয়া প্রবাসীর এবিএফ ইট ভাটায় দিনরাত চলছে গাজা,ইয়াবা,ফেন্সিডিলসহ রমরমা মাদক ব্যবসা।”