সংবাদ শিরোনামঃ
সোনারগাঁও হাইওয়ে রোডের মানসিক ভারসাম্যহীন মহিলাটি আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০৮:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
সোনারগাঁও হাইওয়ে রোডের মানসিক ভারসাম্যহীন মহিলাটি আর নেই, কভার ভ্যানের ধাক্কায় নিহত।
সোনারগাঁও ললাটি বৈরী বাড়ির হাইওয়ে রোডের পাশে রোজা ফিলিং স্টেশনের এর কাছে ঘাতক কভার ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন নামপরিচয়হীন এক পাগলি।
প্রত্যক্ষদর্শীরা জানান দাঁড়ানো থাকা কভার ভ্যানটি উল্টো পিছনেরদিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাগলিটি মাটিতে লুটিয়ে পড়েন। পাগলী বলে কেউ কাছে এসে সাহায্য করেনি এবং মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করেনি।
কাঁচপুর হাইওয়ে থানা খবর দিলে কর্তব্যরতো অফিসার ইনচার্জ রেজাউল হক তাৎক্ষণিক ডিউটি রত সার্জেন মুস্তাফিজ কে পাঠান সার্জেন মোস্তাফিজ এসে লাশ উদ্ধার করে ঘাতক ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে জানতে চাইলে কাচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রেজাউল হক জানান আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।