মিলন বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগনের মনোনীত কাউন্সিলর প্রার্থী সৎ, নীর্ভিক, গরীব, দুঃখী মেহনতী মানুষের আস্থার প্রতিক আলহাজ্ব শাহেন শাহ আহম্মেদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৩ ডিসেম্বর শুক্রবার বিকালে বেপারী পাড়া এই সভাটি অনুষ্টিত হয়।
শাহেন শাহ আহম্মেদ বলেন ২০ নং ওয়ার্ড সাধারণ জনগণ, কাউন্সিলর গোলাম নবী মুরাদ এর কোন উন্নয়ন না করার তাকে প্রতাক্ষান করেছে সাধারন ভোটার রা ,কোন মূল্যযন আমাদের এই কাউন্সিলর করেনি এবং আমাদের কোন উন্নয়ন ওকরেনি সোনাকান্দা ডকইয়ার্ডের পাশের মানুষ আমরা সবচেয়ে বেশী অবহেলিত ও বঞ্চিত, তাইএই ওয়íড বাসী এবার পরিবর্তন চায় ,জনগন তাকে আর চায় না আমি মানুষের পাশে থেকে নিঃস্বার্থে ভাবে কাজ করতে চাই!
তিনি আরো বলেন আমি কোন মিথ্যা আশা দিতে আপনাদের পাশে আসি নাই, আল্লাহ রহমতে আমি যে কোন মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে থাকতে পারবো ,আমি তাই করেছি ঢ়ে টস আপনারা চেয়েছেন আমি এবারও আপনাদের অনুপ্রেরণায় ভোটে দাড়িয়েছি, আপনারা আমার কাছে অনেকে অনেক কিছু বলেছেন ৫ বছরের নির্যাতিত অবেহেলা কথা, ২০ নং ওয়ার্ড বাসীর জন্য গোলাম নবী মুরাদ কোন কথা দিয়ে কথা রাখেনি কোন কাজ করেনি তিনি বলেছেন ৫০ কুটি টাকার উন্নয়ন করেছেন,
কিন্তু আমাদের ২০নং ওয়ার্ডে সেই কাজের উন্নয়ন খুঁজে পাই না কেউ ,কি উন্নয়ন করলেন ওনি,কয়টা ড্রেন কাজ করেছে কয়টি কালবíট করেছে কয়টি রাস্তা ঘাট করেছে সাধারন ভোটারা যানতে চায় , সাধারণ মানুষ তারাও পায়নি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগন্যান্ট ভাতা, আই ডি কíড সংষোধন করা কিছু পায় নি তারা !
আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে পারি,
উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন কুসুম,আহম্মদ আলী, শামসুম, হক ,তুহিন, ফরহাদ, রিপন,ফারুক, মুসলিম, রায়হান,ডালিম ,বিপুল, কালু, রোমান, মনঞ্জুর পূমূখ