এম,এ রাজ্জাক, নওগাঁ
নওগাঁর মান্দায় বিয়ের প্রলোভন দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রী কে সাকিল (২০) মদ্যপান করে রাতের অন্ধকারে বাড়ির পার্শ্বের বিলে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ছাত্রীর পরিবার।
ঘটনাটি ঘটেছে (৭ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া মধ্য পাড়ায়।
এরপর ৭ ডিসেম্বর মঙ্গলবার
রাতে ঘটনাটি জানাজানি হয়।এ ঘটনায় বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর বাবা। পরে বুধবার দুপুরে থানা পুলিশ পরিক্ষার জন্য স্কুলছাত্রীকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তিন পর অভিযুক্ত ধর্ষক সাকিল হোসেন কে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন থানা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। আমরা আসামি কে ধরার জন্য মাঠে ছিলাম আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি । আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
এম,এ রাজ্জাক
নওগাঁ
১০.১২.২১