মান্দায় ‘ভুদুম’ বাঁশ বিষয়ে প্রশিক্ষণ ও চারা বিতরণ

এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় বিরল প্রজাতির ‘ভুদুম’ বাঁশ রোপণ,পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবারসকাল ১০টার দিকে উপজেলার শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মান্দা প্রেসক্লাবের সিনিয়র

সহসভাপতি জিল্লুর রহমান প্রধান অতিথি ছিলেন।
সভায় ভুদুম বাঁশ রোপণ ও পরিচর্যা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন নিয়ামতপুর
কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মান্দা কৃষি
দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অহিদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের
প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্, কৃষক এহিয়া সরকার হীরা, ফিরোজ মিয়া,
মাহবুব আলম ধলু প্রমুখ।
শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন,
‘ভুদুম’ বিরল প্রজাতির একটি বাঁশ। বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে এ বাঁশের
প্রত্যেকটি গিট থেকে চারা তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ জন কৃষকের
মাঝে এ বাঁশের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি
২১/০৮/২১ ইং
প্রতিনিধি, নওগাঁ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান