মাহে রমাদানের শুভেচ্ছা ও পবিত্রতা রক্ষা, তাকওয়া অর্জনের আহবান জানিয়েছেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সভাপতি মো ফারুক হোসেন
- আপডেট সময় : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
মাহে রমাদানের শুভেচ্ছা ও পবিত্রতা রক্ষা, তাকওয়া অর্জনের আহবান জানিয়েছেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সভাপতি মো ফারুক হোসেন
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বন্দর থানা যুব সংহতির সভাপতি মো ফারুক হোসেন দেশবাসীর প্রতি মাহে রমাদানের শুভেচ্ছা, সিয়াম সাধনার এই মাসের পবিত্রতা রক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার আহবান জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে ফারুক হোসেন বলেন, মাহে রমাদান হলো প্রশিক্ষণের মাস। আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাসে যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহন যোগ্য হিসেবে গড়ে তোলাই রমাদানের অন্যতম শিক্ষা। এই মাসের প্রশিক্ষণের মাধ্যমে মুসলিম উম্মাহ বাকি এগারোটি মাস সত্য ও সুন্দরের পক্ষে চলার পাথেয় অর্জন করে। মাহে রমাদান কুরআন নাজিলের মাস। কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই দুনিয়ার শান্তি ও পরকালিন মুক্তি নিশ্চিত সম্ভব।
One thought on “মাহে রমাদানের শুভেচ্ছা ও পবিত্রতা রক্ষা, তাকওয়া অর্জনের আহবান জানিয়েছেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সভাপতি মো ফারুক হোসেন”